Training 2017

[thrive_headline_focus title=”স্বাগতম” orientation=”center”]

গত দু বছর আমরা Brain Tuners এর দুটি শাখা থেকে প্রায় ২০০ জনের মত স্টুডেন্ট ট্রেইন আপ করিয়েছি।অন্য ট্রেইনিং ইন্সটিটিউট গুলার কথা জানি না তবে আমাদের ক্যারিকুলাম অবশ্যই আন্তর্জাতিক মানের। তবে আন্তর্জাতিক মান আর আমাদের দেশের ছাত্র-ছাত্রীদের মান একই না! Sad but True! আমাদের দেশের শিক্ষার্থীরা মুখস্থ প্রবণ হওয়াতে এই বিষয়গুলোতে এসে হোঁচট খায়। আমরা যেসব কোর্স করাই তার মুল টপিক অবশ্যই আমরা ক্লিয়ার করে দেই। চিটাগং শহরের অনেক নাম করা ট্রেইনিং সেন্টার এর ট্রেইনার আমাদের শিক্ষার্থী । বিলিভ ইট অর নট। তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা তাদের নাম ডিস্ক্লোজ করি না। কারন এটা এমন এক লাইন এখানে শিখে ভালো কাজ জেনে যে কেউ মানুষকে ট্রেইন করাতেই পারেন! ইভেন আমাদের ক্যারিকুলাম এও আমাদের সাফল্য মাত্র ৩৫-৪০% মুল স্টুডেন্ট সংখ্যার ( যেটা অনেক হাই রেইট কম্পারেটিভ্লি অন্যদের সাথে) ।আমরা এতে খুশি না। সাফল্যের হার ৯০-১০০% নিয়ে যেতে চাই আমরা। তো আমাদের অব্জারভেশন থেকে যা দেখেছি সবাই মনে করে কোর্স করলেই সব পারা যাবে। হোম ওয়ার্ক দিলে করে না। পরে পরের ক্লাসের জিনিস পারে না। আর অনেক সময় এই প্রোগ্রাম ঐ প্রোগ্রাম বলে ক্লাস মিস দেয়। পরীক্ষা আসলে ক্লাস করে না! এতে যা হয় গ্যাপ পড়ে যায় আর কেউ তা এরপর ঠিকমত Grab করতে পারে না। এতে সাফল্যের হার কমে যায়। সো, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এখন থেকে এই ধরনের ট্রেইনিং আর কন্টিনিউ করবো না। উল্লেখ্য আমরা ক্লাসেই প্র্যাক্টিস করিয়ে দেই কিন্তু সেটা ক্লাস টপিক। এরপর সেই টপিকের উপর ডীপ হোম ওয়ার্ক প্রদান করা হয়। তাই আমরা আমাদের কোর্স এমন ভাবে ডিজাইন করবো যেনো প্র্যাক্টিস, যেটা বাসায় করতে দেওয়া হয় সেটা আমাদের এখানেই করবে ছেলে পেলে রা। এটা গেলো রেগুলার কোর্স এর কথা! আমাদের একটা প্রোগ্রাম রয়েছে । আমরা আমাদের মেরিটোরিয়াস স্টুডেন্ট দের বিভিন্ন ফার্ম এ ইন্টার্ন এর ব্যবস্থা করে দেই। তো এতে দেখা যায় যারা ভালো তারা একটা ভালো Opportunity পাচ্ছে এবং ক্যারিয়ার গড়ে ফেলছে। কিন্তু এই বিষয়টা আমাদের সাথে আগ্রহী ফার্ম আর তার নিতে পারার মত টিম মেম্বারের উপর নির্ভর করে। তাই সবাইকে সুযোগ করে দেওয়া যায় না। আমরা ব্রেইন টিউনারস এর পক্ষ থেকে তাই সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের আরো একটা বিশেষ কোর্স অফার করবো যাতে প্র্যাক্টীকাল কাজ শেখা যাবে । প্রতি কোর্স এর জন্য আমরা নুন্যতম ৩ মাস এই প্র্যাক্টিকাল অফিস এনভায়রন্মেন্ট এ কাজ করতে দিবো। আমরা গাইড করবো আমাদের স্টুডেন্ট দের। তারা শিখবে । এরপর আমরাই তাদের ক্যারিয়ার এ ফিড করাবো । তারা যদি ফ্রীল্যান্সিং করতে চায় আমরা গাইড করবো। তারা প্রোডাক্ট ডেভেলপ করতে চাইলে আমরা গাইড করবো। এবং যারা জব করবে তাদের আমরা রেফার করবো। So, hopefully , আমরা আমাদের দেশের আইটি ট্রেইনিং কে আন্তর্জাতিক মানে নিতে সহায়তা করবো ইনশা আল্লাহ । এবং আমরা দৃষ্টান্ত স্থাপন করবো। যদি আপনি আমাদের সাথে একমত হোন তাহলে কোর্সগুলো দেখুন অথবা আমাদের অফার করা সব কোর্স দেখতে  ভিজিট করুন www.bdbraintuners.com/courses