হয়ে উঠুন একজন সফল অনলাইন প্রফেশনাল এবং উপার্জন করুন প্রো-লেভেলের ফ্রিল্যান্সারদের মতো

Brain Tuners Incubator - We Make You Pro

যারা অনলাইন প্রফেশনকে পেশা হিসেবে নিতে চান তারা প্রথমেই যে বাঁধার সামনে পড়েন তা হলঃ

  • কোন স্কিলকে তিনি প্রফেশন হিসেবে নিবেন তা ঠিক করতে না পারা।
  • মোটামুটি কাজ জানেন কিন্তু নিজেকে আন্তর্জাতিক মানের দক্ষ করে তোলার জন্য proper guideline এর অভাব।

শুধু টিউটোরিয়াল দেখে শিখা অথবা তাত্ত্বিক জ্ঞান দিয়ে হয়না। বাস্তবিক জীবনে কাজ করতে গেলে বুঝা যায় কত বড় গ্যাপ এখানে। এখানে সবচেয়ে বেশী প্রয়োজন হল বিশেষ পরিচর্যা; যেখানে আপনাকে হাতে ধরে ধরে প্রতিটি বিষয় শিখানো হবে। কিভাবে Properly কাজটি শিখবেন, অল্প সময়ে নিজেকে কিভাবে প্রফেশনালি গড়ে তুলবেন , কিভাবে মার্কেট থেকে কাজ নিবেন, কিভাবে প্রজেক্ট জমা দিবেন, পেমেন্ট নিবেন কিভাবে, ক্লায়েন্ট ধরে রাখতে আর নতুন ক্লায়েন্ট পেতে কিভাবে প্ল্যান সাজাবেন ...ইত্যাদি ইত্যাদি। আর এই কাজটা তারাই একমাত্র শিখাতে পারবেন যারা নিজেরা ফ্রিল্যান্সার এবং অনলাইন প্রফেশনাল অর্থাৎ যারা নিজেরা এই কাজগুলো করে থাকেন।

আবার অনেকে গ্র্যাজুয়েশনের পর বেকার থেকে ক্যরিয়ার নিয়ে হতাশায় ভুগেন। কি করবেন, কিভাবে করবেন, কোথায় করবেন হাজার প্রশ্ন!

এইসব কিছুর একটা সুন্দর ও ফ্র্যান্ডলি সমাধান আছে যাকে ইন্ডাস্ট্রির ভাষায় “ইনকিউবেটর” বলা হয়।একে মাথায় রেখে আমরা অফার করছি একটি বিশেষ ট্রেইনিং প্লাস আরনিং প্রোগ্রাম যা হল “Brain Tuners Incubator- We Make You Pro”

আমরা আমাদের অনলাইন ইনকিউবেটর শুরু করার আগে অফলাইন ইনকিউবেটর শুরু করেছি। আমাদের এখন পর্যন্ত শিক্ষাদান নিয়ে  স্টুডেন্টদের মন্তব্য নিচে দেখুন।

Incubator Project Testimonial

আমাদের এই কোর্সে আমরা কী কী অফার করছিঃ

আমরা আপনাকে উল্লেখিত যেকোন একটা স্কিলসেটে প্রস্তুত করবোঃ

  • ( অপশন -১ ) ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ( ওয়েব ডিজাইন) + ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট 
  • ( অপশন -২ ) ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট + পিএইচপি ওয়েব প্রোগ্রামিং ( OOP বেইজড)

আমরা আপনাকে ফ্রীল্যান্স মার্কেটপ্লেসে একাউন্ট করার জন্য পুরো ট্রেইন আপ করবোঃ

  • প্রোফাইল সাজাতে সহায়তা করবো।
  • পোর্টফলিও সাইট রেডি করতে দিক নির্দেশনা দিব।
  • বিডিং সম্পর্কিত সকল রেগুলার আর বুলেট প্রুফ টেকনিক শিখাব।
  • জব পাবার পর কাজ করার জন্য গাইডলাইন দিব ।
  • ক্লায়েন্ট এর সাথে কমিউনিকেশন এর স্কিল (সফট স্কিল) ডেভেলপে সাহায্য করবো।
  • উপার্জিত অর্থ আনার জন্য যেই সাপোর্ট বা সিস্টেম প্রস্তুত করা লাগবে তা করতে সাহায্য করবো।

ছাড়া যারা স্কিল্ড হবার পর ফ্রীল্যান্স না করে প্রোডাক্ট সেল করতে চাইবে তাদের জন্যেও সিমিলার সাপোর্ট থাকবে যা নিম্মরুপঃ

  • কিভাবে একটা প্রোডাক্ট ডেভেলপ করার জন্য রিসার্চ করবেন।
  • কিভাবে রিলেটিড স্কিলসেট হায়ার করবেন অথবা রিলেটেড স্কিলসেটের মানুষের সাথে প্রজেক্ট ভিত্তিক পার্টনারশীপে গিয়ে কাজ করবেন ।
  • কিভাবে সেই প্রজেক্ট মার্কেটপ্লেস ভেদে স্ট্যান্ডার্ড পদ্ধতিতে ডেভেলপ করবেন।
  • কিভাবে একটা প্রোডাক্ট ডেভেলপ হলে মার্কেটিং ম্যাটেরিয়াল তৈরি করবেন।
  • কিভাবে প্রোডাক্ট ডকুমেন্টেশন করতে হবে।
  • প্রোডাক্ট সাবমিট করতে হবে কিভাবে ।
  • কিভাবে কাস্টোমার সাপোর্ট আরো ইফিশিয়েন্টলি এনশিউর করবেন।

আমরা একটা বিশেষ সার্ভিস ডেভেলপ করছি। যার মাধ্যমে যারা ফ্রীল্যান্সিং কিংবা প্রোডাক্ট ডেভেলপমেন্ট এ যাবে না তাদের Job পেতে বিশেষ সহায়তা প্রদান করা হবে।

  • কিভাবে লোকাল জব এপ্রোচ করতে হবে।
  • কিভাবে রিমোট ইন্টারন্যাশনাল জব এপ্রোচ করতে হবে।
  • কিভাবে সিভি তৈরি করা লাগবে
  • কিভাবে ইন্টারভিউ ফেইস করা লাগবে। আমরা ৩ লেয়ারের ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যাব যাতে করে আপনারা যেকোন জব সহজেই ইন্টারভিউ পাশ করে করতে পারেন।

এই কোর্সটি কারা করবেন?

যারা নিজেকে একজন দক্ষ অনলাইন প্রফেশনাল / ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে দেখতে চান।

পড়ালেখা শেষ করেছেন কিন্তু এখনও নিজের ক্যরিয়ার গোছাতে পারেননি।

পড়াশোনা শেষ পর্যায়ে , এখনি চাচ্ছেন ক্যারিয়ার সেপ আপ করতে।

প্রত্যন্ত এলাকায় থাকেন, ইচ্ছা আছে ফ্রিল্যান্সিং করবেন কিন্তু প্রপার গাইডলাইন পাচ্ছেন না।

পড়ালেখা শেষ করতে পারেননি ( ড্রপ আউট)।

সফল অনলাইন প্রফেশনাল/ ফ্রিল্যন্সার হতে হলে এই প্রশ্নগুলোর উত্তর আপনার জানা উচিৎ, আপনি কি প্রস্তুত?

১। আপনি কি কোন একটি বা একের অধিক স্কিলে ফ্রিল্যান্স করার মতো স্কিল্ড?

২। একা একা কোন একটি প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শেষ করতে পারেন?

৩। নিজের পোর্টফলিও সাজাতে পারেন আকর্ষণীয় ভাবে কারো সাহায্য ছাড়াই?

৪। আপনার নিজের কি কোন পোর্টফলিও সাইট আছে?

৫। আপনি কি কভার লেটার, সিভি তৈরি করতে পারেন?

৬। ক্লায়েন্ট ম্যনেজমেন্ট এ আপনার দক্ষতা কতটুকু?

এই কোর্সটি করতে আপনার কী কী যোগ্যতা থাকা লাগবে?

১। যে কোন একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে করা যাবে।

২। সপ্তাহে ৪ দিন প্রতিদিন ৪ ঘণ্টা সময় দিতে হবে।কাজের প্রতি সিরিয়াস এবং লেগে থাকার মানসিকতা থাকতে হবে।

৩। নূন্যতম শিক্ষাগত যোগ্যতা HSC.

৪। কম্পিউটারের বেসিক অপারেশনে ভালো দক্ষতা।

৫। কম সময়ে ব্রাউজ এবং সার্চ করার দক্ষতা।

৬। ইংরেজিতে বেসিক কমিউনিকেশন স্কিল।

আপনার ইচ্ছা শক্তি, ডিসিপ্লিন আর উদ্যমই হল মূলত এই কোর্সের প্রধান যোগ্যতা। তবে ৪,৫ এবং ৬ নম্বর এ যদি আপনার সমস্যা থাকে ভয় পাবেন না। সুলভে সেই স্কিলের উপর ১ মাস মেয়াদী আপনাকে রেডি করার স্পেশাল প্রোগ্রাম আমাদের আছে।

খুব সুন্দর আইডিয়া! কোর্স ডিটেইলস জানাবেন কি?

  • আমাদের এই ভাল করে কাজ শিখে আয় করার প্রজেক্ট (কোর্স) এর সময় পুরো একবছর।
  • যার প্রথম ৬ মাস আপনি কাজ শিখবেন। এবং পরবর্তী ৬ মাস সেই কাজ দিয়ে কিভাবে আয় করবেন তা শিখবেন।পাশাপাশি বিভিন্ন স্কিল যেমন সিভি তৈরি, ইন্টারভিউ ফেইস করা ইত্যাদি সম্পর্কে জানবেন।
  • প্রথম ৬ মাসে আপনাকে সপ্তাহে ৪ দিন ক্লাস এবং প্র্যাকটিস করতে হবে।প্রতিদিন ৪ ঘণ্টা সময় দিতে হবে। এর মধ্যে আপনাকে প্রতিদিন ২০-৩০ মিনিটের ৩-৪ টি ভিডিও প্রদান করা হবে। এই ভিডিও গুলো দেখে আপনি সম-পরিমান সময় নিজে প্র্যাক্টিস করবেন।
  • পরবর্তী ৬ মাস আমরা রিয়েল প্রজেক্টে কাজ করবো ইনশা আল্লাহ। ক্লায়েন্টের কাজ পেতে এবং সম্পন্ন করতে সব ধরণের সাপোর্ট এই সময়ে দেয়া হবে। সপ্তাহে ৫ দিন বাধ্যতামূলক remotely office করা লাগবে (যদিও আপনি নিজের কাজই করবেন)। প্রতিদিন ৭ ঘণ্টা  কাজ করবেন বাসা থেকে।
  • কেন এত ঘন্টা? কারণ খুব দ্রুত দক্ষ হতে হলে রেগুলার লম্বা সময় প্র্যাকটিস করতেই হবে।আর আমাদের এই কোর্স রেগুলার ৪/৫ টা কোর্স করার সমান। আর শেখার সময়টাও প্রজেক্ট ওরিয়েন্টেড হয় বলে অনেক দ্রুত দক্ষ হওয়া যায়।
  • মাঝে মাঝে আমরা প্রফেশনাল রিলেটেড স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করি যা আপনি ফ্রি অথবা অন্যদের থেকে অনেক কমে করার সুযোগ পাবেন।

এবার আসুন আরেকটু বিস্তারিত জানি কিভাবে অনলাইন ইনকিউবেটর কাজ করবে?

  • প্রতিদিনের লেকচার রেকোর্ডেড দেওয়া হবে।
  • পুরা কোর্স এর ভিডিও একসাথে দেওয়া হবে না! কারন একসাথে দিলে আসলে দেখা হয় না। এবং বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় একসাথে ৫-৬ দিনের লেকচার আমরা দেখে ফেলি এবং পরে সেটা আর ইমপ্লিমেন্টেশন করা হয় না কিংবা প্র্যাক্টিস করা হয় না। আমরা Output এ বিশ্বাসী। তাই আমাদের অনলাইন ট্রেইনিং পুরাপুরি অফলাইন ট্রেইনিং এর নিয়মকানুনে পরিচালিত হবে।
  • প্রতিদিনের লেকচার ২০-৩০ মিনিটের ২-৪ টা পার্ট এ দেওয়া হবে। প্রতি পার্ট দেখে এবং সেটার টপিকের উপর অনুশীলন করে যেই হোমওয়ার্ক দেওয়া হবে সেটা করতে হবে। সব মিলে ফুল প্রসেস ( ভিডিও দেখা প্লাস হোমওয়ার্ক প্লাস প্র্যাক্টিস করা) সাড়ে ৩ ঘন্টা থেকে ৪ ঘন্টা সময় নিবে।
  • আমাদের একটা স্টুডেন্ট অনলি গ্রুপ আছে ,সেই গ্রুপে এই হোমওয়ার্ক জমা দিতে হবে। কিভাবে দেওয়া লাগবে তা জানিয়ে দেওয়া হবে ভর্তি হওয়া স্টুডেন্টদের।
  • আমাদের প্রতি কোর্স এর ভর্তির পর আমরা কবে কি লেকচার দিচ্ছি তা গ্রুপে জানিয়ে দিব। আর শুধুমাত্র ঐদিনগুলাতেই আমাদের স্টুডেন্ট দের জন্য যেই বিশেষ সাপোর্টগুলা থাকে ঐ লেকচারের উপর সেগুলা প্রদান করা হবে। তাই হোমওয়ার্ক জমিয়ে রেখে যখন খুশি তখন হোমওয়ার্ক দিয়ে পরের ভিডিও নেওয়া গেলেও লেকচার রিলেটেড সাপোর্ট মিস হয়ে যাবে। Punctuality and Discipline matters to be a successful professional! 
  • প্রতিদিনের লেকচার দেখার পরও যদি সমস্যা থাকে, তা সল্ভ করার জন্য একটা Dedicated Solver Mentor Panel থাকবে। এই প্যানেল প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে অনলাইনে থাকবে। ঐ সময়ে সমস্যা নিয়ে তাদের সাথে কথা বলা যাবে। তারা লিখে উত্তর দিবেন। যদি প্রয়োজন হয়, তারা লাইভে এসে সেই সমস্যার সমাধান দিবেন, যা পরবর্তীতে অনেকেরই উপকারে আসবে। আমরা ফেসবুক লাইভ এবং গুগল হ্যাংআউট ব্যবহার করে লাইভে আসবো। অবশ্যই শুধুমাত্র অনলাইন ইনকিউবেটর স্টুডেন্ট দের জন্য। 
  • লাইভে কিংবা গ্রুপে সাপোর্ট দেওয়ার প্রক্রিয়া কাউন্টার ভিত্তিক হবে। অর্থাৎ যে মেন্টর ফ্রী থাকবেন তার কাছে আগে সিরিয়াল এ থাকার ভিত্তিতে উত্তর পাওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হবে। সো আগে প্রশ্ন করলে আগে উত্তর পাবেন ভিত্তিতে সমস্যার সমাধান দেওয়া হবে।
  • আমাদের কোর্স এর প্রতি মডিউল শেষ করার পর আমরা একটা প্রজেক্ট করতে দেই। সেটা করার জন্য ১-৩ সপ্তাহ সময় দেওয়া হয়। কোন কোন মডিউল এর প্রজেক্ট পরবর্তী মডিউলের ক্লাস চলাকালীন করতে হয় আবার কোনটা শেষ করে পরের মডিউলের ক্লাস করতে হয়। তাই যে মডিউল যেভাবে ডিমান্ড করে ঠিক সেভাবেই করতে হবে। শেষ করে ক্লাস পাবার মডিউল হলে পরের মডিউলের ভিডিও পেতে কাজ কমপ্লিট করেই তবে পাওয়া যাবে।
  • আমাদের প্রতি কোর্সের অনেক মডিউল থাকে। আবার প্রতি কোর্সের দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে ফাউন্ডেশন ট্রেইনিং এবং আরেকটা হচ্ছে এডভান্সড লাইভ প্রজেক্ট বেইজড ট্রেইনিং যেটাকে আমরা ইন্টার্ন করার সাথে তুলনা করি। ইন্টার্ন (লাইভ প্রজেক্ট এডভান্সড ট্রেইনিং) করার সময় আমাদের স্টুডেন্টদের টাইম ট্র্যাকিং সফটওয়্যার যা বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করতে ব্যবহার করা লাগে, ঐরকম বিশেষ সফটওয়্যার ব্যবহার করে তাদের কাজ ট্র্যাক করা হবে। আর আমরা যখন তখন তারা কি করছে দেখতে Team viewer ব্যবহার করবো এবং তাদের সমস্যা থাকলে তা সমাধান করে দিবে Supervision Panel.
  • একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে, কোন অবস্থাতেই হোমওয়ার্ক না করলে পরের দিনের লেকচার দেওয়া হবে না।
  • কোর্সের ভিডিও প্রতি ব্যাচের জন্যই সময়োপযোগী করে তৈরি করা হবে। তাই দেখা যাবে ২ মাস আগের কোর্সের ভিডিও ২ মাস পরে ভর্তি হওয়া জনের জন্য Backdated হয়ে যাবে। এর পাশাপাশি আমাদের সাপোর্ট ছাড়া শুধুমাত্র ভিডিও দেখে ৫০-৬০% কাভার হবে। আসল প্রো হতে যে বাকি কাজ জানা প্রয়োজন তা পেতে আমাদের সাপোর্ট লাগবেই। আমরা এতটাই এই ব্যাপারে confident. তাই কেউ শেয়ার করা ভিডিও সাপোর্ট ছাড়া দেখলে এই Training কোন কাজেই আসবে না। তাই সৃস্টিকর্তাকে ভয় করুন, পাইরেসী না করে কোর্স এ ভর্তি হয়ে Support সহ ভিডিও দেখুন। Pro আপনি তখন হবেনই ইনশা আল্লাহ।
  • আপনি ভিডিও নিজের পছন্দমত টাইমেই দেখুন কোন সমস্যা নাই। কিন্তু সাপোর্ট টিম প্রতি কোর্সের জন্য একটা নির্দিষ্ট দিনেই নির্দিষ্ট টপিকের সাপোর্ট দিবে। তাই জমিয়ে রাখলে কাজ শেখাও হবেনা প্লাস সাপোর্ট প্রপারলি পেতে সমস্যা হবে।
  • মনে রাখবেন যারা যখন যা খুশি তা করেই অনলাইনে ক্যারিয়ার করা যায় বলে তারা নিজেরা কাজ করে কিনা এটা আপনাকে আগে জানতে হবে। অনলাইনে ভাল সফল হতে হলে দরকার কঠোর অধ্যবসায় আর ডিসিপ্লিন। এটা ছাড়া আসলে সম্ভব না। আমাদের এতো নিয়মকানুন শুধুমাত্র আপনাকে প্রো করে গড়ে তোলার জন্যই। কাজ শেখা-জানা, ওয়ার্ক-লাইফ ইথিক্স, আচার ব্যবহার সব কিছুই একজন প্রোফেশনালকে ডিফাইন করে। তাই আপনার ভালোর জন্যই এই কড়াকড়ি। এর সুফল আমাদের রিয়েল ক্লাসরুম স্টুডেন্টরা পাচ্ছে যার ভিডিও আর স্ক্রিনশট হয়তো এতোক্ষনে দেখে ফেলেছেন আপনি। আমাদের এই কড়াকড়ি আশা করছি Positively নিবেন। কারন আপনি ভাল করলে এর সুফল সবচেয়ে বেশী আপনিই পাবেন। আমাদের বেনিফিট আমরা ভালো ফিডব্যাক পাবো, যা আমাদের আরো স্টুডেন্ট পেতে তথা দেশের জন্য সত্যিকারের প্রফেশনাল তৈরিতে সহায়ক হবে।
জানেন তো?

অনলাইন প্রফেশনে সফল হবার একটাই মূলমন্ত্র- “ভালো কাজ জানা”।কেন ক্লায়েন্ট হাজার জনের মাঝে আপনাকে চুজ করবে এবং কিভাবে ক্লায়েন্ট ধরে রাখবেন সেটাও একটা আর্ট!

উপরের অপশনগুলোর মূল মেন্টর কে?

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের অপশন -১ আর অপশন -২ দুটা কোর্সেরই মেন্টর মিজানুর রহমান মিজান। তাই আপনি নিশ্চিন্তে কোর্সে এনরোল করতে পারেন। সব ভিডিও লেকচার তিনি তৈরি করবেন এবং নিবেন।

আজই ভর্তি হোন! 

মোট আসন খালি আছে   টি

ভর্তির শেষ সময়ঃ ২৪ সেপ্টেম্বর, ২০১৭ইং

ক্লাস শুরুঃ ২৫ ই সেপ্টেম্বর, ২০১৭

ভর্তি ফিঃ ৫০০০ টাকা । প্রতি ৬ মাসের কোর্স ফি ১০,০০০ টাকা ।

প্রথম ৬ মাস (ভর্তি ফি ৫,০০০+ ৬ মাসের ফিঃ ১০,০০০=১৫,০০০) ।
(ভর্তি ফি প্রদান করে ভর্তি নিশ্চিত করতে হবে। এরপর প্রথম ভিডিও দেবার দিন থেকে ৩৫ দিনের মধ্যে ৬ মাসের ফির অর্ধেক আর ৭০ দিনের মধ্যে বাকি অর্ধেক প্রদান করতে হবে। অর্থাৎ বাকি ১০ হাজার টাকা দুটা কিস্তিতে দেওয়া যাবে। টাকা ক্লিয়ার না হলে ভিডিও এবং সাপোর্ট দেওয়া বন্ধ করে দেওয়া হবে। )

এককালীন প্রদানে ৩০০০ টাকা ছাড় অর্থাৎ ১২,০০০ টাকা।

পরবর্তী ৬ মাস (১০,০০০) - একসাথে pay করতে হবে । 

সর্বমোটঃ
কিস্তিতে প্রদান করলে > ১৫,০০০ + ১০,০০০ = ২৫,০০০/=
এককালীন প্রথম ৬ মাসের ফি প্রদান করলে > ১২,০০০ + ১০,০০০ = ২২,০০০/= 

ভর্তি ফি এবং প্রথম ৬ মাসের ফি একসাথে প্রদান করলে থাকছে ৩০০০ টাকার ছাড়! আর যদি আগামী ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে করে ফেলেন তাহলে ৫০০০ টাকা ছাড়! 

FAQ

নিচে কিছু কমন প্রশ্নের উত্তর পাবেন। (লেখার উপর ক্লিক করুন)

এই কোর্স কি অফলাইনে করা যাবে?

অফলাইন আর অনলাইনের মধ্যে আসলে পার্থক্য কি?

এক বছর পর থেকেই আমি আয় করতে পারব!

ক্লাস শিডিউল কেমন হবে ?

৬ মাস ধরে কোর্স করতে হবে! ৬ মাস তো অনেক সময়, আপনারা এত সময় কেন নিচ্ছেন?

অনেকেই বলে আপনারা বেশী সময় নিয়ে কোর্স করান, ঠিক সময়ে কোর্স শেষ করতে পারেন না কেন?

আমাকে কি সবগুলো কোর্স করতে হবে?

আমি একটা জব এ আছি। আমি কিভাবে এই সুযোগটা পাবো?

কোর্সের ভিডিও গুলার মেন্টর কে? 

সাপোর্ট টিম কেমন হবে?

আপনারা শুধু ২ টা গ্রুপের মানুষদের জন্য এই ট্রেইনিং দিচ্ছেন কিন্তু যারা এর বাইরে অন্য স্কিলে ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের কি হবে?

কোর্স ফি এত বেশী! কিছু কম নিন না প্লিজ।

একটি কথা! আগে লার্নিং, এরপর আর্নিং। আর্নিং এর চিন্তা আগে করলে লার্নিং আর হবেনা !