Internship Program (Intermediate Level Training Program)

আমাদের ইন্টারমিডিয়েট লেভেল ট্রেইনিং প্রোগ্রাম হল এই ইন্টার্নশীপ ট্রেইনিং প্রোগ্রাম যেখানে রিয়েল টাইম প্রজেক্ট এর মাধ্যমে হাতে কলমে প্রফেশনাল মানের কাজ করা শেখানো হয়। আমরা একজন ট্রেইনি থেকে ২য় ধাপে কমপক্ষে ২-৪ টি প্রজেক্ট আশা করি সে সম্পন্ন করবে।​ আমাদের ২য় ধাপটি মূলত একটা ইন্টার্নশীপ প্রোগ্রাম যা আমাদের সব ছাত্র-ছাত্রীকেই আমরা প্রদান করতে চাই। 

অনেক সময় দেখা যায় আমাদের কোর্স সম্পন্ন করে খুব ভালো ডিজাইন করতে পারছে কিন্তু তখনি যখন কেউ সেই আইডিয়া কিংবা সেটা করার জন্য কি কি করা লাগবে বলে দিচ্ছে। নিজে থেকে আইডিয়া জেনারেশন কিংবা ক্লায়েন্ট এর রিকোয়ারমেন্ট বুঝে কাজ করার মত স্কিল অনেকেরই আসতে একটু সময় লাগে।  আর  অনেক স্টুডেন্টই আসলে বুঝবে না কিভাবে কি করবে তার জন্য থাকবে আমাদের এই ইন্টারমিডিয়েট লেভেল ট্রেইনিং যা বিগিনার লেভেল পার করে আসা যে কেউ করতে পারবে। 

​নিচে আমাদের বিভিন্ন বিষয়ের ইন্টার্নশীপ ( ইন্টারমিডিয়েট ট্রেইনিং প্রোগ্রাম) কোর্স নিয়ে একসাথে আলোচনা করা হল।

আমাদের সব ইন্টার্নশীপ কোর্স ফি সমান। 

ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ইন্টার্নশীপ প্রোগ্রাম

আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ইন্টার্নশীপ প্রোগ্রামে  একজন ট্রেইনিকে দিয়ে কমপক্ষে ২ টা মোক আপ (PSD Web Mockup) এবং ৩ টা মার্ক আপ (কোডিং)করিয়ে নিবো । তাদের করা প্রজেক্টগুলা রিয়েল প্রজেক্ট হবে এবং যারা ভালো করে করবেন তাদের প্রজেক্ট হয়ত আমাদের এলাই* কোন ফার্ম কিনে নিতে পারেন অথবা তারাই মার্কেটপ্লেস এ দিতে পারবেন। তবে এই ফেইজ এ আমরা তাদের আমাদের প্রদোত্ত রিকোয়ারমেন্ট অনুসারে কাজগুলাই করতে দিব যাতে করে সব খুটিনাটি তারা হাতে কলমে শিখতে পারেন। এই ধাপে প্রতিদিন ৪ ঘন্টা করে সপ্তাহে ৪ দিন প্রজেক্ট আমাদের ক্লাসরুম (অফিস এর পরিবেশে) এ এসে করতে হবে।

পিএইচপি – মাইএসকুয়েল ওয়েব প্রোগ্রামিং/ডেভেলপমেন্ট ইন্টার্নশীপ প্রোগ্রাম

এই লাইভ প্রজেক্ট ইন্টার্নশীপ প্রোগ্রাম আমরা একজন ট্রেইনিকে দিয়ে কমপক্ষে ২ টা ওয়েব বেইজড এপ্লিকেশন প্রজেক্ট করিয়ে নিবো । তাদের করা প্রজেক্টগুলা রিয়েল প্রজেক্ট হবে এবং যারা ভালো করে করবেন তাদের প্রজেক্ট হয়ত আমাদের এলাই* কোন ফার্ম কিনে নিতে পারেন অথবা তারাই মার্কেটপ্লেস এ দিতে পারবেন। তবে এই ফেইজ এ আমরা তাদের আমাদের প্রদোত্ত রিকোয়ারমেন্ট অনুসারে কাজগুলাই করতে দিব যাতে করে সব খুটিনাটি তারা হাতে কলমে শিখতে পারেন। এই ধাপে প্রতিদিন ৪ ঘন্টা করে সপ্তাহে ৪ দিন প্রজেক্ট আমাদের ক্লাসরুম (অফিস এর পরিবেশে) এ এসে করতে হবে।

আমাদের স্টুডেন্টরা নিচের যেকোন ২ টা প্রজেক্ট ইন্টার্ন হিসাবে করবে। 

Project 1

Product Catelog and Shopping Cart System

Project – 2

Directory Listing System

Project 3

Time Attendance System with Access Controller and Payroll

Project 5

Fully functional Blogging / Website Builder

Project – 5

Massive Online Open Course Management

Your Choice or Our choice

You can choose any project but we decide if that works!


প্রতিটি ইন্টার্নশীপ কোর্স ফি ঃ ১০,০০০ টাকা (দুই কিস্তিতে পরিশোধযোগ্য । ভর্তির সময় অর্ধেক এবং বাকিটা ভর্তি হবার ১ মাস পর প্রদান করতে হবে।)

কোর্স ফি পরিশোধের পদ্ধতি সম্পর্কে জানতে এই লিঙ্ক এ ক্লিক করুনঃ http://bdbraintuners.com/payment-method/