সার্টিফিকেট অর্জনের পাশাপাশি হয়ে উঠুন একজন প্রোফেশনাল মানের ডেভেলপার। ভবিষ্যতের উজ্জ্বল ক্যারিয়ার শুরু হোক প্রোফেশনালদের তত্ত্বাবধানে !

Brain Tuners and TechnoCrews Joint Venture Industrial Attachment Training Project

যারা ডেভেলপমেন্ট রিলেটেড  প্রফেশনকে পেশা হিসেবে নিতে চান তারা প্রথমেই যে বাঁধার সামনে পড়েন তা হলঃ

  • কোন স্কিলকে তিনি প্রফেশন হিসেবে নিবেন তা ঠিক করতে না পারা।
  • মোটামুটি কাজ জানেন কিন্তু নিজেকে আন্তর্জাতিক মানের দক্ষ করে তোলার জন্য প্রপার গাইড লাইনের অভাব।
  • দক্ষ লোক সবাই চায় কিন্তু ফ্রেশারদের দক্ষতা অর্জন বর্তমান প্রেক্ষাপটে অনেকটাই কস্টসাধ্য ব্যাপার।  

শুধু টিউটোরিয়াল দেখে শিখা অথবা তাত্ত্বিক জ্ঞান দিয়ে হয়না। বাস্তবিক জীবনে কাজ করতে গেলে বুঝা যায় কত বড় গ্যাপ এখানে। এখানে সবচেয়ে বেশী প্রয়োজন হল বিশেষ পরিচর্যা; যেখানে আপনাকে হাতে ধরে ধরে প্রতিটি বিষয় শিখানো হবে। কিভাবে প্রপারলি কাজটি শিখবেন, অল্প সময়ে নিজেকে কিভাবে প্রফেশনালি গড়ে তুলবেন , কিভাবে এই কাজের উপর ভিত্তি করে practical project করতে হবে তা জানা । আর এই কাজটা তারাই একমাত্র শিখাতে পারবেন যারা নিজেরা প্রফেশনাল অর্থাৎ যারা নিজেরা এই কাজগুলো করে থাকেন।

Industrial Attachment Training একটা চমৎকার ইনিশিয়েটিভ/কোর্স ডিপ্লোমা বোর্ড এর ক্যারিকুলামে। এই কোর্স ইনক্লুড করার জন্য তাদের অনেক ধন্যবাদ। তবে দেখা যায় বেশীরভাগ ক্ষেত্রেই ছাত্র-ছাত্রীরা যোগ্য আর দক্ষ ট্রেইনিং পায় না ট্রেইনিং ফ্যাসিলিটির অপ্রতুলতার কারনে কিংবা নন স্ট্যান্ডার্ড ট্রেইনিং এর কারনে।

এইসব কিছুর একটা সুন্দর ও Friendly সমাধান আছে যাকে ইন্ডাস্ট্রির ভাষায় “ইনকিউবেটর” বলা হয়। একে মাথায় রেখে আমরা অফার করছি একটি বিশেষ ট্রেইনিং প্রোগ্রাম যার মাধ্যমে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট কাজ গুলো শিখবেন এবং সেই জ্ঞান দিয়ে একটা সত্যিকারের practical project দাঁড় করাবেন। এতে তার শেখা হবে এবং সেটা দিয়ে একটা কিছু তৈরি করা হবে।

আমাদের এই কোর্সে আমরা কী কী অফার করছিঃ

আমরা আপনাকে উল্লেখিত যেকোন একটা স্কিলসেটে প্রস্তুত করবোঃ

  1. ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ( ওয়েব ডিজাইন) (তিন মাস মেয়াদী)
  2. পিএইচপি ওয়েব প্রোগ্রামিং ( Advanced OOP PHP ) (তিন মাস মেয়াদী)
    (এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এর বেসিকের উপর ভর্তি পরীক্ষা দিতে হবে শুধু এই কোর্স করলে)
    ভর্তি পরীক্ষা ফীঃ ৩০০ টাকা এবং ভর্তি পরীক্ষায় পাশ করলেই এটা শুধু আলাদা করা যাবে।
  3.  ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ( ওয়েব ডিজাইন) + পিএইচপি ওয়েব প্রোগ্রামিং ( Advanced OOP PHP ) (ছয় মাস মেয়াদী)

ক্লাস রুম পরিবেশ

অফিস পরিবেশে প্রজেক্ট ওয়ার্ক

খুব সুন্দর আইডিয়া! কোর্স ডিটেইলস জানাবেন কি?

  • আমাদের এই ট্রেইনিং 1 and 2 অপশনের প্রতিটার জন্য  তিন (৩) মাসের । 
  • যার প্রথম দেড় মাস ট্রেইনিং । পরের দেড় মাস সে ট্রেইনিং থেকে প্রাপ্ত জ্ঞান দিয়ে practical project করতে হবে আমাদের তত্ত্বাবধানে ।
  • প্রথম দেড় মাস সপ্তাহে পরপর ৩ দিন ক্লাস হবে প্রতিদিন ৩ ঘন্টা করে। পরবর্তী দেড় মাস সপ্তাহে পরপর ৪ দিন প্রতিদিন ৪ ঘন্টা করে অফিস এনভায়রনমেন্ট এ অফিসে জব করার মত করে এসে একটা রিয়েল লাইফ প্রজেক্ট করতে হবে।  
  • আপনি সার্টিফিকেট আর প্রজেক্ট শেষ করতে পারলে পাবেন লেটার অফ প্রজেক্ট কমপ্লিশন।
  • আপনাকে ভবিষ্যতে অনলাইন / অফলাইন ক্যারিয়ার গড়তে দিক নির্দেশনা দিয়ে সহায়তা করা হবে। 
  • অপশন 3 অর্থাৎ যারা দুটির জন্যেই ভর্তি হবেন তারা ৪ মাস পর তাদের লগ বই সাইন করিয়ে রিপোর্টসহ জমা দিতে পারবেন। তবে ৬ মাস শেষ করার পর মূল সার্টিফিকেট প্রদান করা হবে। তার আগে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হবে যেটা ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেইনিং এর অংশ হিসাবে কলেজে জমা দিতে পারবেন।
জানেন তো?

অনলাইন প্রফেশনে সফল হবার একটাই মূলমন্ত্র- “ভালো কাজ জানা”।কেন হাজার জনের মাঝে আপনাকে চুজ করবে এবং কিভাবে কাজ ধরে রাখবেন সেটাও একটা আর্ট!

আজই ভর্তি হোন! 

ভর্তির শেষ সময়ঃ ২৫ শে জানুয়ারী, ২০১৮ইং

বিশেষভাবে লক্ষ্য করুনঃ এই ট্রেইনিং প্রজেক্টে আমরা ১০ জন ভর্তি হবার সুযোগ দিব।

​অপশন 1 and 2 আলাদা করে ভর্তি হলেঃ
ভর্তি ফিঃ ৫,০০০ টাকা

মাসিক ফিঃ ১,৫০০ টাকা করে ৩ মাস  দিতে হবে (১৫০০ X ৩ = ৪৫০০)

সার্টিফিকেট, ভর্তি ফরম এবং অন্যান্য ফিঃ ৫০০/= 

সর্বমোটঃ ৫,০০০ + ৪,৫০০ + ৫০০ = ১০,০০০ টাকা

একসাথে দুটায় ভর্তি হলেঃ
ভর্তি ফিঃ ৭৫০০/-
মাসিক ফিঃ ২,৫০০ করে ৩ মাস দিতে হবে ( ২৫০০ X ৩ = ৭৫০০/-)
সার্টিফিকেট, ভর্তি ফরম এবং অন্যান্য ফিঃ ৫০০/= 
সর্বমোটঃ (৭,৫০০ + ৭,৫০০ + ৫০০ = ১৫,৫০০/=)


FAQ

নিচে কিছু কমন প্রশ্নের উত্তর পাবেন।

এই কোর্স কি অনলাইনে করা যাবে?

আমরা যারা চট্টগ্রামের বাইরে আছি তারা কি তাহলে কোন সুযোগ পাবো না?

আমাকে কি সার্টিফিকেট দেওয়া হবে?

আমার সব গুলাই ভালো লাগসে তাই আমি সবগুলো কোর্স একসাথে পাশাপাশি করতে চাই, পারব?

আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না। আমি কি করতে পারব?

ক্লাস শিডিউল কেমন হবে ?

কোর্স ফি এত বেশী! কিছু কম নিন না প্লিজ।