Brain Tuners – Professional WordPress Theme Development Course

Professional WordPress Theme Development Course

​​নিচের লেখাটি পড়ার আগে এই লিঙ্ক এর লেখাটি পড়ুন। এরপর নিচের লেখাটি এবং কোর্সটি আরো meaningful মনে হবে। ধন্যবাদ।

​ব্রেইন টিউনারস এর নতুন ট্রেইনিং মডেলের ৩য় কোর্সটি হল , প্রোফেশনাল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। ওয়ার্ডপ্রেস পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসাবে নিজের অবস্থান প্রতিনিয়ত আরো শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে। পৃথিবীর প্রায় অর্ধেক ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে পরিচালিত হচ্ছে। তাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর  ডিজাইন এর কদর অনেক বেশি। ওয়ার্ডপ্রেস CMS (Content Management System) নিয়ে মূলত দুটি ভাবে কাজ করা যায়। এর ডিজাইন নিয়ে কাজ করা যাকে আমরা থিম বলে থাকি এবং এর প্লাগিন্স নিয়ে কাজ করা যা দিয়ে বিভিন্ন বিষয় প্রোগ্রামিং এর মাধ্যমে লজিক্যালি করা হয়। এই কোর্সটি মূলত ডিজাইন কাজ করার জন্য।

এই কোর্স টি করতে হলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এর ভালো ডিপ নলেজ লাগবে কারন আপনি একটা ফ্রন্ট এন্ড ডেভেলপ করা প্রজেক্টকে পুরাপুরি ওয়ার্ডপ্রেস কম্পাটিবল করে থিম হিসাবে তৈরি করবেন। এর পাশাপাশি আপনাকে পিএইচপি এবং মাইএসকুয়েল এর বেসিক এর ভালো ধারনা থাকতে হবে বিশেষ করে OOP. আমরা আগেই বলেছি আমরা আমাদের গবেষনালব্ধ ডাটার উপর ভিত্তি করে কোর্স সাজাচ্ছি। সবাই ঠিকই বলে PHP and MySQL এর বেসিক পারে কিন্তু টেস্ট নিলে আর টিকে না কিংবা অনেকের ক্যারিয়ার তথ্য জেনে সুযোগ দিলে দেখা যায় এরা আসলে এই ব্যাপারে কিছুটা কাঁচা।  তাই এই কোর্স এ আপনি জানেন আর না জানেন আমরা  PHP and MySQL Foundation include করে দিয়েছি। যেটা ভালো ইনভোটিভ থিম বানাতে জরুরী। 

আমাদের কোর্সটি আমাদের নতুন পরিকল্পনা অনুসারে ২ টা ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে রয়েছে ট্রেইনিং এবং প্র্যাক্টিস সেশন । ২য় ধাপে রয়েছে রিয়েল টাইম প্রোজেক্ট এর মাধ্যমে হাতে কলমে প্রোফেশনাল মানের কাজ করা। আমরা একজন ট্রেইনি থেকে ২য় ধামে কমপক্ষে ২-৪ টি প্রজেক্ট আশা করি সম্পন্য করা।​ আমাদের ২য় ধাপটি মূলত একটা ইন্টার্নশীপ প্রোগ্রাম যা আমাদের সব ছাত্র-ছাত্রীকেই আমরা প্রদান করতে চাই। 

এবার আমাদের মডিউল গুলো নিয়ে কিছু কথা বলা যাকঃ
​ব্রেইন টিউনারস চট্রগ্রাম এর একমাত্র প্রতিষ্ঠান যেখানে ওয়াার্ডপ্রেস এর থিম ডেভেলপমেন্ট এর সব কিছু একেবারে বেসিক থেকে শেখানো হয়। আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এর সব বেস্ট এপ্রোচ ফলো করে ডিজাইন করা HTML Template  কে ওয়ার্ডপ্রেস এর কনভেনশন মেনে ওয়ার্ডপ্রেস থিম এ কনভার্ট করা শেখাই। আমাদের একজন ট্রেইনি শুধু থিম ডেভেলপ করাই শিখেন না শিখেন না , তিনি এর সাথে ভালো কিভাবে থিম এর বিভিন্ন প্রকার ডিজাইন করা যায় তা  শিখেন পাশাপাশি ডকুমেন্টেশন করাও শিখেন । এই কোর্স এ আমরা মূলত তিন ধরনের ৩ টা থিম বানানোর পদ্ধতি শিখিয়ে দিবো যেনো সবাই সব রকম থিম পরবর্তীতে তৈরি করতে পারদর্শী হন। এগুলো হলঃ ব্লগ , মাল্টিপারপস এবং ওয়ান পেজ থিম। এগুলো পেজ বিল্ডার ব্যবহার করে এবং পেজ বিল্ডার ছাড়া উভয় প্রকারে তৈরি করা শেখানো হবে। 

আমাদের কোর্স আউট লাইন সম্পর্কে নিচে জানা যাবে। 

[thrive_headline_focus title=”Course Outline” orientation=”center”]

Foundation Course of PHP and MySQL (Sessions: – 9)

  • Introduction to Web Technologies and PHP.
  • Basic features and Data types.
  • ​Control Structures.
  • ​Functions.
  • ​Arrays.
  • ​Interacting with user data (Forms & Files).
  • Forms and AJAX.
  • ​Cookies and Sessions.
  • Working with files.
  • PHP OOP.
  • RDBMS basic.
  • RDBMS keys, Join, Views, Normalization, indexing.
  • PDO, Database design tool – MySQL WorkBench. 

Mastering WordPress Theme Development (Sessions: – 15

  • Installation, How WordPress works, Dashboard, Various parts.
  • ​Introduction to WordPress Theming structure.
  • ​Develop a Basic WordPress Theme from an HTML Template.
  • ​Default Files of WordPress Themes and Their Usage.
  • Template tags, loops, Script enqueueing and Dependency management.
  • Basic theme from scratch to understand the flow.
  • ​Custom Posts and Metaboxes.
  • ​Introduction to CMB2 and Types Plugin.
  • Boilerplates Theme and Bootstrap Framework.
  • ​Customizer API, Shortcodes, Widgets and Taxonomies.
  • Woorockets and Elementor Page builder plugin.
  • WordPress Best Practices.
  • Packaging theme for selling or distributing. 

Project Based Class and Problem Solving Class
Session – 3

এই কোর্সটি করার নুন্যতম যোগ্যতা ভালো HTML , CSS বুঝতে পারা এবং যেকোনো এইচটিএমএল এবং সিএসএস কোডকে এডিট করতে পারা আর পাশাপাশি বেসিক জাভাস্ক্রিপ্ট এবং জেকুয়েরি করতে পারা!

এবার আমাদের দুটো ধাপ সম্পর্কে বিস্তারিত কিছু ধারনা দিয়ে রাখা প্রয়োজনঃ

১ম ধাপ ( ট্রেইনিং এবং প্র্যাক্টিস):

আমাদের ১ম ধাপ প্রথম তিন মাসে অনুষ্ঠিত হবে। এই ধাপে প্রতি সপ্তাহে ৪ টা ক্লাস থাকবে । যার ২ টি ট্রেইনার নিবেন । আর ২ টি স্টুডেন্ট রা প্র্যাক্টিস করবেন আমাদের ক্লাস রুমে এসে। প্রতি সপ্তাহে চারদিন ক্লাস অনুষ্ঠিত হবে। ট্রেইনার এর নেওয়া সেশনগুলো ২ থেকে ৩ ঘন্টাব্যাপী হবে । আর প্র্যাক্টিস ক্লাস ৩ ঘন্টার হবে। কোন স্টুডেন্ট প্র্যাক্টিস ক্লাস মিস দেওয়া চলবে না। তার মানে হল ট্রেইনার এর ক্লাসতো আরো মিস দেওয়া চলবে না । এভাবে ৩ মাসে মোটামুটি ১৫০-১৬০ ঘন্টার স্ট্রং বেইজ হয়ে যাবে। কিন্তু এরপরো অনেক স্টুডেন্টই আসলে বুঝবে না কিভাবে কি করবে তার জন্য থাকবে আমাদের ২য় ধাপ!

২য় ধাপ (ইন্টার্নশীপ প্রোগ্রাম)

এই ধাপে আমরা একজন ট্রেইনিকে দিয়ে কমপক্ষে ৩টা থিম (কোডিং)করিয়ে নিবো । তাদের করা প্রজেক্টগুলা রিয়েল প্রজেক্ট হবে এবং যারা ভালো করে করবেন তাদের প্রজেক্ট হয়ত আমাদের এলাই* কোন ফার্ম কিনে নিতে পারেন অথবা তারাই মার্কেটপ্লেস এ দিতে পারবেন। তবে এই ফেইজ এ আমরা তাদের আমাদের প্রদোত্ত রিকোয়ারমেন্ট অনুসারে কাজগুলাই করতে দিব যাতে করে সব খুটিনাটি তারা হাতে কলমে শিখতে পারেন। এই ধাপে প্রতিদিন ৪ ঘন্টা করে সপ্তাহে ৪ দিন প্রজেক্ট আমাদের ক্লাসরুম (অফিস এর পরিবেশে) এ এসে করতে হবে। 

* এলাই বলতে কি বুঝিয়েছি এটা হয়ত অনেকের ধরতে সমস্যা হতে পারে তাই আমরা ক্লিয়ার করে দিচ্ছি। যেসব প্রতিষ্ঠান আমাদের স্টুডেন্ট দের ইন্টার্ন কিংবা জবের সুযোগ করে দিয়ে থাকেন তারা আমাদের এলাই।​

২য় ধাপ শেষ করার পর আমরা ক্যারিয়ার গড়তে সহায়তা করবো ইনশা আল্লাহ। সেটা ফ্রীল্যান্সিং , আউটসোর্সিং, প্রোডাক্ট সেলিং যেভাবেই করার ইচ্ছে থাকবে আমাদের স্টুডেন্টদের সেভাবেই আমরা সহায়তা করবো। তবে এই বিষয়ে ২য় ধাপ শেষ করার পর আমাদের সাথে অফিসে সামনাসামনি বসে কথা বলতে হবে। 

কোর্সের সংক্ষিপ্ত বিবরনীঃ

কোর্স ফি

এডমিশন ফি: ৭,৫০০/=
২য় মাস থেকে প্রতি মাসে ফিঃ ৪,০০০/= (৫ মাস প্রদান করতে হবে)
(৪,০০০ X ৫ = ২০,০০০/=)
সর্বমোটঃ ৭,৫০০ + ২০,০০০ = ২৭,৫০০/=

কোর্স ব্যাপ্তিকাল
(Duration)

৬ মাস – সপ্তাহে ৪ দিন করে।

ক্লাস প্রতি ঘন্টা

১ম ধাপঃ ২-৩ ঘন্টা ট্রেইনিং ক্লাস
৩ঘন্টা প্রাক্টিস ক্লাস

২য় ধাপঃ ৪ ঘন্টা করে প্রতিদিন

আসন

শুধুমাত্র ১০ টি

মাসিক ফি প্রতি মাসের ১-৭ তারিখের মধ্যে প্রদান করতে হবে।

এছাড়াও আপনি এই নাম্বারে ফোন করে অফিসে এসেও রেজিস্ট্রেশান সম্পন্ন করতে পারেনঃ 01919 – 75 43 63

পেমেন্ট মেথডঃ 

  • আপনি আমাদের বিকাশ করতে পারেন । নাম্বারঃ 01919754363 (personal) বিকাশ করার ক্ষেত্রে এডমিশন ফি দুবারে প্রদান করবেন কারন ১০০০০ টাকার বেশি একসাথে হয়ত সেন্ড করতে পারবেন না। বিকাশ করার ক্ষেত্রে ১.৮৫% এক্সট্রা ফি প্রযোজ্য ( বিকাশ চার্জ) । বিকাশ করার আগে ফোন নাম্বার এ ফোন করে কনফার্ম করে নিবেন।  
  • ব্যাংক ডিপোজিট:
    Account details:
    Account Name: MIZANUR RAHAMAN MIZAN
    Account no: 1101201885429001
    Bank: Brac Bank Limited (Agrabad Branch)
    দয়া করে ডিপোজিট করার পর ভাইবার, এসএমএস অথবা ইমেইল করুন।
    Viber and  SMS: 01919754363
    email: [email protected] 
    (viber এবং ইমেইলে মোবাইল দিয়ে ছবি তুলে ডিপোজিট স্লিপ অথবা অনলাইন ব্যাংকিং এর ট্রাঞ্জেকশন আইডি কিংবা স্ক্রিনশট পাঠাবেন)
  • বেস্ট পদ্ধতিঃ ক্যাশ ডিপোজিট । আমাদের অফিসে এসে আপনি ক্যাশ প্রদান করে মানি রিসিপ্ট নিয়ে যেতে পারবেন। 

যেকোনো তথ্য কিংবা বিষয়ে জানতে ফোন করুনঃ 01919 754363

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।