Brain Tuners – Professional PHP & MySQL Programming (Web Application Development)

​ব্রেইন টিউনারস এর নতুন ট্রেইনিং মডেলের দ্বিতীয় কোর্সটি হল , Professional  PHP and MySQL  Programming (Web Application Development)। PHP and MySQL Programming কে সচরাচর আমরা ওয়েব ডেভেলপমেন্ট নামেই শুনে এসেছি কিংবা জানি। ব্রেইন টিউনারস এর এই কোর্সটি মূলত যারা ওয়েব প্রোফেশনাল হতে চায় এবং সুন্দর সুন্দর ওয়েবের মার্ক আপ কে ডেটাবেজ ড্রিভেন সাইটে পরিনত করতে চায় কিংবা ওয়েব এপ করতে চায় তাদের প্রতি লক্ষ্য রেখেই ডিজাইন করা হয়েছে।। এই কোর্সটি সফলভাবে শেষ করতে পারলে এবং দিক নির্দেশনা গুলো মেনে চললে আশা করা যায় সবাই ভালো ভাবেই প্রোফাশনালি ক্যারিয়ার গড়ে নিতে পারবেন। কোর্স শেষ করে এন্ট্রি এবং মিড লেভেলের জব কিংবা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে পারদর্শী হয়ে উঠবে ট্রেইনিরা। 

আমাদের কোর্সটি আমাদের নতুন পরিকল্পনা অনুসারে ২ টা ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে রয়েছে ট্রেইনিং এবং প্র্যাক্টিস সেশন । ২য় ধাপে রয়েছে রিয়েল টাইম প্রোজেক্ট এর মাধ্যমে হাতে কলমে প্রোফেশনাল মানের কাজ করা। আমরা একজন ট্রেইনি থেকে ২য় ধাপে কমপক্ষে ২-৪ টি প্রজেক্ট আশা করি সম্পন্য করা। আমাদের ২য় ধাপটি মূলত একটা ইন্টার্নশীপ প্রোগ্রাম যা আমাদের সব ছাত্র-ছাত্রীকেই আমরা প্রদান করতে চাই। 

এবার আমাদের মডিউল গুলো নিয়ে কিছু কথা বলা যাকঃ
​আমাদের জানা মতে ব্রেইন টিউনারস চট্রগ্রাম এর একমাত্র প্রতিষ্ঠান যেখানে PHP and MySQL এর খুটিনাটি দিকগুলা শেখানো হয়।  আমরা Object Oriented Programming using PHP এর উপর বিশেষ দিয়ে কোর্স ডিজাইন করেছি কারন ফিউচার ডেভেলপমেন্ট সবই হবে মডিউলার আর ওওপি এর উপর বেইজ করে। নরমালি OOP using PHP এর উপর আলাদা কোর্স হয় তবে আমরা এর বেসিক এখানেই দিয়ে দিয়েছি কারন এডভান্স MySQL connector এবং ফাংশন গুলা OOP based এবং এটায় অনেক বেশি ডেভেলপমেন্ট সুবিধা পাওয়া যাবে। আমরা SDLC (Software Development Life Cycle)এর বেস্ট এপ্রোচ ফলো করে সিস্টেম ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করা শেখাই। আমাদের একজন ট্রেইনি শুধু কোড করাই শিখেন না , তিনি এর সাথে ভালো সফটওয়্যার ডেভেলপ করার খুটিনাটি বিষয় গুলোও  শিখেন । অনেক সময় দেখা যায় দুটো বিষয়েই তারা পারদর্শী হয়ে উঠেন। আর এর ফলে পরবর্তীতে খুব সহজেই MVC framework গুলা রপ্ত করতে সুবিধা হয়। বেশিরভাগ ছাত্র ছাত্রী নিজে নিজেই MVC শেখার মত যোগ্য হয়ে উঠেন। 

আমাদের কোর্স আউট লাইন সম্পর্কে নিচে জানা যাবে। 

[thrive_headline_focus title=”Course Outline” orientation=”center”]

Module -1 (PHP)

  • ​Introduction to web technologies and PHP
  • Basics features, Syntax, Variables, Data types
  • Operator, Expression, String, Conditionals
  • Loopings, Functions, Array, Super Globals
  • PHP forms & AJAX, Multidimensional arrays.
  • Regular Expression
  • PHP coding guideline and best practices

Module -2 (MySQL )

  • ​RDBMS basic
  • What is SQL, Writing SQL Command, SQL writing solution
  • Data insertion and Data deletion
  • Data Read and Data Update.
  • Datatypes, detailed concept of RDBMS Joins, Primary key, Foreign key, DOINS
  • Important SQL Functions
  • Database design tool – MySQL WorkBench

Module – 3 (PHP+MySQL)

  • ​Sessions and Cookies
  • OOP Basics
  • Making a simple CRUD application
  • PDO, mysqli based programming
  • Some features essential for PHP, MySQL driven applications like pagination and so on.
  • PHP Security & CURL
  • working with Email, PDF, Spreadsheet
  • Project : A simple Blogging System with PHP and MySQL 

[thrive_headline_focus title=”Phase 2 Project Period (Any 2)” orientation=”center”]

Project 1

Product Catelog and Shopping Cart System

Project – 2

Directory Listing System

Project 3

Time Attendance System with Access Controller and Payroll

Project 5

Fully functional Blogging / Website Builder

Project – 5

Massive Online Open Course Management

Your Choice or Our choice

You can choose any project but we decide if that works!

আমাদের ট্রেইনিং প্রসেস সম্পর্কে কিছু ধারনা দিয়ে রাখা প্রয়োজনঃ

ট্রেইনিং এবং প্র্যাক্টিস:

আমাদের কোর্স তিন মাসে অনুষ্ঠিত হবে। এই সময়ে প্রতি সপ্তাহে ৪ টা ক্লাস থাকবে । প্রতি ক্লাস ৩-৪ ঘন্টার হবে। প্রথম ২ ঘন্টা ট্রেইনার ক্লাস নিবেন। এরপরের সময় স্টুডেন্ট তা প্র্যাক্টিস করবে। এভাবে দেড় মাসে প্রায় ২৪ টি ৪ ঘন্টার সেশন হবে। বাকি দেড় মাসে ২৪ টি প্রজেক্ট ওয়ার্ক অফিস এনভায়রনমেন্টে করে ২ টি প্রজেক্ট শেষ করতে হবে। এভাবে কোর্স সম্পন্য হবে। আর প্রায় ২০০+ ঘন্টা ট্রেইনিং পাবে যা দিয়ে অনায়সে প্রজেক্ট তৈরি করা সম্ভব। 

কোর্স করার যোগ্যতাঃ

  • এইচটিএমএল এবং সিএসএস এর ভালোভাবে কোডিং করার দক্ষতা
  • বেসিক জাভাস্ক্রিপ্ট আর জেকোয়েরির ব্যবহার। বিশেষ করে জেকোয়েরির এজাক্স ভালোভাবে বুঝতে হবে। এসবে lacking থাকলে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কোর্স করা যেতে পারে। 

যারা এই কোর্স করেই কাজ করার দক্ষতা অর্জন করে ফেলবে, আমরা ক্যারিয়ার গড়তে সহায়তা করবো ইনশা আল্লাহ। সেটা ফ্রীল্যান্সিং , আউটসোর্সিং, প্রোডাক্ট সেলিং যেভাবেই করার ইচ্ছে থাকবে আমাদের স্টুডেন্টদের সেভাবেই আমরা সহায়তা করবো। 

কোর্সের সংক্ষিপ্ত বিবরনীঃ

কোর্স ফি

এডমিশন ফি: ৫,০০০/=
২য় মাসে ফিঃ ৫,০০০/=
সর্বমোটঃ ৫,০০০ + ৫,০০০ = ১০,০০০/=

এককালীন প্রদান করলে ২০০০/= টাকা ছাড় অর্থাৎ ফি হবে ৮০০০/= টাকা।

কোর্স ব্যাপ্তিকাল
(Duration)

​​​​৩ মাস – সপ্তাহে ৩ দিন করে।

ক্লাস প্রতি ঘন্টা

ট্রেইনিং আর প্র্যাক্টিস  ক্লাস: ৩-৩ঃ৩০ ঘন্টা
ইন্টার্ন প্রজেক্ট ওয়ার্ক: ৩-৪ঘন্টা

আসন

শুধুমাত্র ১০ টি

​মাসিক ফি প্রতি মাসের ১-৭ তারিখের মধ্যে প্রদান করতে হবে।

কোর্স ফি পরিশোধের পদ্ধতি সম্পর্কে জানতে এই লিঙ্ক এ ক্লিক করুনঃ  http://bdbraintuners.com/payment-method/ 

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।