Brain Tuners – Professional Front end Development (Web Design)

Professional Front end Development Course (Web Design)

ব্রেইন টিউনারস এর নতুন ট্রেইনিং মডেলের প্রথম কোর্সটি হল , প্রোফেশনাল ফ্রন্ট এন্ড  ডেভেলপমেন্ট (ওয়েব ডিজাইন)। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টকে সচরাচর আমরা ওয়েব ডিজাইন নামেই শুনে এসেছি কিংবা জানি। ব্রেইন টিউনারস এর এই কোর্সটি মূলত যারা ওয়েব প্রোফেশনাল হতে চায় এবং সুন্দর সুন্দর ওয়েবের মার্ক আপ করতে চায় তাদের প্রতি লক্ষ্য রেখেই ডিজাইন করা হয়েছে। এই কোর্সটি সফলভাবে শেষ করতে পারলে এবং দিক নির্দেশনা গুলো মেনে চললে আশা করা যায় সবাই ভালো ভাবেই প্রোফাশনালি ক্যারিয়ার গড়ে নিতে পারবেন। কোর্স শেষ করে এন্ট্রি এবং মিড লেভেলের জব কিংবা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে পারদর্শী হয়ে উঠবে ট্রেইনিরা। 

আমাদের কোর্সটি আমাদের নতুন পরিকল্পনা অনুসারে ব্রেইন টিউনার্স ইনকিউবেটর মডেলের লার্নিং ফেইজের মত করে সম্পন্ন হবে। যাতে রয়েছে একই সাথে ট্রেইনিং এবং প্র্যাক্টিস সেশন । যার ফলে ক্লাসের কাজ বেশিরভাগ ক্লাসেই স্টুডেন্টরা ক্লাসেই শেষ করে যাবে। কারন হোমওয়ার্ক অনেক সময় অনেকেই বাসায় করেন না। প্রতি সপ্তাহে ৪ টি ক্লাস ৩ ঘন্টা করে অনুষ্ঠিত হবে যার ২ ঘন্টা ট্রেইনিং সেশন হবে আর বাকি ১ ঘন্টা সেটা প্র্যাক্টিস করে নিতে হবে। 

এবার আমাদের মডিউল গুলো নিয়ে কিছু কথা বলা যাকঃ
​আমাদের জানা মতে ব্রেইন টিউনারস চট্রগ্রাম এর একমাত্র প্রতিষ্ঠান যেখানে পিএসডি মোকআপ পিক্সেল পারফেকশনের সাথে শেখানো হয়। আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এর সব বেস্ট এপ্রোচ ফলো করে ডিজাইন করা শেখাই। আমাদের একজন ট্রেইনি শুধু মার্ক আপ করাই শিখেন না , তিনি এর সাথে ভালো মোক আপ করাও শিখেন । অনেক সময় দেখা যায় দুটো বিষয়েই তারা পারদর্শী হয়ে উঠেন। আর ভালো মোক আপ এর বিভিন্ন বিষয় সম্পর্কে জানা থাকার ফলে তারা ভালো মার্ক আপ (কোডিং) করতেও অনেক পারদর্শী হন।

আমাদের কোর্স আউট লাইন সম্পর্কে নিচে জানা যাবে। 

[thrive_headline_focus title=”Course Outline” orientation=”center”]

HTML5

  • Introduction to Websites and HTML, First HTML Page, Code Editor and Essentials.
  • Code Editor Specific features and formatting web pages.
  • ​Link, Lists, ID, Name, Class.
  • ​File hierarchy, Images, Frames, Blocks.
  • Tables.
  • Forms.

CSS3

  • CSS Basics, Inline, Internal, External CSS methods.
  • Text, Fonts, Links, Lists, Tables.
  • ​BOX Model.
  • ​Floating element, Combinators, Pseudoclass.
  • ​CSS3 – Borders, Gradients, Shadows
  • ​Transitions, Animation, Media Query.

PSD2HTML

  • Photoshop Interface.
  • Image Sizing and Various tools.
  • Clone Stamp tool, Gradient tool, Blur tool and many more. 
  • ​More tools, Custom Rental Shape.
  • ​Blending Options and Effects.
  • ​A PSD setup for web-design
  • Converting the design into HTML.

JavaScript Basics

  • Introduction, Syntax, How to include JS, Variables
  • Operators , Expression, Functions
  • ​Conditionals & looping
  • ​Array, Some Function: Confirm, Prompt, Print, Redirect
  • Functions
  • Advanced Functions

jQuery Basics

  • Introduction, Syntax
  • Selections, Event
  • jQuery Effects
  • ​JQuery HTML & traversing
  • ​JQuery Ajax & no conflict
  • ​JQuery example & pluging

Bootstrap Basics

  • Introduction the GRID system
  • Typography, Image, Jumlnon, Tables
  • ​Well, Container
  • ​Buttons, Glyph icons
  • ​Boot stamp Nav bar
  • Future study reference

আমাদের ট্রেইনিং প্রসেস সম্পর্কে  কিছু ধারনা দিয়ে রাখা প্রয়োজনঃ

ট্রেইনিং এবং প্র্যাক্টিস:

আমাদের কোর্স তিন মাসে অনুষ্ঠিত হবে। এই সময়ে প্রতি সপ্তাহে ৪ টা ক্লাস থাকবে । প্রতি সপ্তাহে চারদিন ক্লাস অনুষ্ঠিত হবে। ট্রেইনার এর নেওয়া সেশনগুলো ২ ঘন্টাব্যাপী হবে । আর প্র্যাক্টিস কমপক্ষে ১ ঘন্টা করতে হবে আমাদের ক্লাসেই। কোন স্টুডেন্ট প্র্যাক্টিস-ক্লাস কোনটাই মিস দেওয়া চলবে না। এভাবে ৩ মাসে মোটামুটি ১৫০-১৬০ ঘন্টার স্ট্রং বেইজ হয়ে যাবে। প্রথম দেড় মাস ট্রেইনিং আর প্র্যাক্টিস ক্লাস চলবে এবং পরবর্তী দেড় মাস ইন্টার্ন চলবে। ইন্টার্ন অবস্থায় ক্লাস নেওয়া হবে না সুপারভাইজ করা হবে একটা রিয়েল লাইফ প্রজেক্ট  তৈরি করার জন্য। স্টুডেন্টদের শেখানো হবে কিভাবে আইডিয়া জেনারেট করে একটা পিএসডি মোকআপ তৈরি করে সেটা মার্ক আপে কনভার্ট করবে, কিভাবে ডকুমেন্টশন তৈরি করবে এবং সেটা মার্কেটপ্লেসে সাবমিট করবে।  

যারা এই কোর্স করেই কাজ করার দক্ষতা অর্জন করে ফেলবে, আমরা ক্যারিয়ার গড়তে তাদের সহায়তা করবো ইনশা আল্লাহ। সেটা ফ্রীল্যান্সিং , আউটসোর্সিং, প্রোডাক্ট সেলিং যেভাবেই করার ইচ্ছে থাকবে আমাদের স্টুডেন্টদের সেভাবেই আমরা সহায়তা করবো। 

কোর্সের সংক্ষিপ্ত বিবরনীঃ

কোর্স ফি

কোর্স ফিঃ

এডমিশন ফিঃ ৫০০০/=
২য় মাসেঃ ৩০০০/=  (মাসের শুরুতে ৭ দিনের মধ্যে প্রদান করতে হবে)
সর্বমোটঃ ৫০০০+৩০০০ = ৮,০০০/=
এককালীন পরিশোধে ১০০০/= টাকা ছাড়! অর্থাৎ ৭০০০ টাকা ফী।

কোর্স ব্যাপ্তিকাল
(Duration)

৩ মাস – সপ্তাহে ৩ দিন করে।

ক্লাস প্রতি ঘন্টা

 মিনিমাম ৩ ঘন্টা থেকে ম্যাক্সিমাম ৪ ঘন্টা

আসন

শুধুমাত্র ১০ টি

​এছাড়াও আপনি এই নাম্বারে ফোন করে অফিসে এসেও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনঃ 01861- 15 75 38

কোর্স ফি পরিশোধের পদ্ধতি সম্পর্কে জানতে এই লিঙ্ক এ ক্লিক করুনঃ http://bdbraintuners.com/payment-method/

​মাসিক ফি প্রতি মাসের ১-৭ তারিখের মধ্যে প্রদান করতে হবে।

যেকোনো তথ্য কিংবা বিষয়ে জানতে ফোন করুনঃ 01861-15 75 38

এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ  অথবা পেইজ এ যোগাযোগ করতে পারেন।
গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/braintuners/
পেইজ  লিঙ্কঃ  https://www.facebook.com/bdbraintuners/


Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।