Blogging Business – Better Alternatives to Freelancing

আপনি কি ব্লগ ব্যবহার করে একটি ইন্টারনেট ভিত্তিক বিজনেস শুরু করতে চাচ্ছেন?

আপনি কি একটি ব্লগ স্টার্ট করতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না?

আপনার কি SEO নিয়ে এমন কোন প্রশ্ন আছে যার উত্তর এখনও পাননি?

আপনি কি ইন্টারনেট মার্কেটিং শিখতে চান?

আপনি ঠিক জায়গায় এসেছেন!

ব্লগিং কি?

ব্লগিং কি জানার আগে আমাদের ব্লগ সম্পর্কে জানা প্রয়োজন। আমরা সবাই ব্লগ শব্দের সাথে পরিচিত এবং সবারই ওয়েব সাইট কি তা নিয়ে ধারণা আছে। ব্লগ হচ্ছে বিশেষ একধরনের ওয়েবসাইট যা শুরুর দিকে মানুষ ব্যাক্তিগত ডায়েরি হিসেবে ব্যাবহার করত। তবে সময়ের সাথে ব্লগিং এর ধারাতে অনেক পরিবর্তন এসেছে। এখন ব্যাক্তিগত ডায়েরির বদলে একটা সামাজিক যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে ব্লগ। ওয়েবসাইট আর ব্লগের পার্থক্য হলো ওয়েবসাইট নিয়মিত আপডেট হয়না আর ব্লগ তা হয়।
আর এভাবে প্রতিনিয়ত নিজের কিংবা অন্যদের মতামত নিজের ব্লগে প্রকাশ করাই ব্লগিং।

কেন শিখবেন ব্লগিং?

ব্লগিং এখন উপার্জন করার একটা মাধ্যম হয়ে গেছে। আপনি একটা বিশেষ বিষয়ের উপর পারদর্শী হলে সেটা নিয়ে লিখবেন এবং পরবর্তীতে মানুষ তা পড়বে। যেখানে যত বেশী মানুষ আসে সেখানে ততবেশি প্রচারনার বিষয় চলে আসে। আর আপনি নিজের বিশ্বাস যোগ্যতা প্রমান করতে পারলে মানুষ আপনি যা লিখবেন তাই পড়ার চেষ্টা করবে। আর এই মডেলই হয়ে উঠে গোল্ড মাইন। আর ব্লগ যেহেতু সার্বক্ষণিক অনলাইনে থাকে তাই আপনি অনলাইনে না থাকা অবস্থায়ও আপনার ব্লগ আয় করবে আপনার জন্য।

ব্লগিং থেকে কি পরিমান আয় হতে পারে?

এর কোন লিমিট নাই। আপনি প্রতি মাসে কয়েকশ ডলার অথবা হাজার ডলারও আয় করতে পারবেন আপনার প্রদান করা এফোর্ট অনুসারে। তবে অবশ্যই ভালো কন্টেন্ট এবং মার্কেটিং স্ট্র্যাটিজি থাকতে হবে।

কতদিনে আয় আসবে?

ব্লগ থেকে আয়ের জন্য নিচের জিনিসগুলো প্রয়োজন।
১। ভালো মানের কন্টেন্ট।
2। ভিজিটর আসতে হবে।
৩। সঠিক মনেটাইজেশন টেকনিক নির্বাচন করে এপ্রুভাল করতে হবে।
৪। প্রমোশন করতে হবে।
উপরের বিষয়গুলো ঠিক মত করলে ব্যাক্তি ভেদে ৩-৬ মাসের মধ্যে ব্লগ থেকে আয় আসা শুরু হবে। আর লেখালেখি+ ব্লগিং জানলে অন্যের জন্য লিখে আরও আগে আয় করা সম্ভব।

এর দ্বারা কি জীবিকা নির্বাহ সম্ভব?

আমাদের দেশে ১৬-১৮ বছরের লেখাপড়ার পর আমরা শতকরা ৮৫% সময় দেখি একজন গ্র্যাজুয়েট ৮-১৫ হাজার টাকা বেতনের চাকুরি করে এবং ২-৩ বছর চাকুরি করার পর ২০-৫০ হাজার টাকা বেতন পায়। যেহেতু ৮-১৫ হাজার টাকায় জীবিকা নির্বাহ করা যায় তাই ব্লগিং থেকে আরও কম সময়ে আরও সহজে জীবিকা অর্জন করা সম্ভব। আর প্রোপার মেথডে কাজ করলে ১-২ বছরে বাংলাদেশী টাকায় ৬ ফিগার আয় করা কোন ব্যাপারই না।

কতদিন লাগবে শিখতে?

আমাদের কোন কোর্স কোন ধরনের ম্যাজিক না। অন্যদের মত আমরা ১৫ দিন – ১ মাসে উপার্জনের মিথ্যা লোভ দেখাইনা। আমারা সত্য কথাটা বলে সঠিক নিয়মে শেখাই যার ফলে সফলতা আসে। আমাদের এই কোর্সে :
১। Blog Management
২। Basic writing Technique
৩। SEO for Blogging
৪। Content Researching
৫। Marketing
৬। Outreaching
৭। Monetization Technique
উপরের সবগুলা হাতে কলমে দেখানো হবে। তাই কোর্সের মেয়াদকাল ৬ মাসের মধ্যেই আপানারা নিজের সাইট আয় করার মত অবস্থানে নিয়ে আসবেন।

এই কোর্স করতে কি কি যোগ্যতা থাকা লাগবে?

১।SSC/HSC লেভেলের ইংলিশে দক্ষতা লাগবে। আর যদি বাংলায় লেখালেখি করতে চান সেক্ষেত্রে সঠিক বানান ও শুদ্ধ বাংলা লিখতে জানতে হবে। গুগল এখন বাংলা ভাষাকে অনুমোদন দিয়েছে আডসেন্স এ। তাই আপনি ভালো বাংলা জানলেও এই কোর্স করতে পারবেন। এছাড়াও অন্যান্য পদ্ধতিতেও বাংলা কন্টেন্ট থেকে আয় করা সম্ভব।

২। ভালো গুগল সার্চ করতে পারা।

৩। কম্পিউটারের ভালো ব্যবহার জানতে হবে

কারা করবেন এবং কেন করবেন?

মোটামুটি সবাই করতে পারবেন- স্টুডেন্ট, হাউজ ওয়াইফ, চাকুরীজীবী, বেকার সবাই। কেন করবেন? একটা নিশ্চিত আয়ের সোর্স তৈরি করতে করবেন।

কোর্স  কতদিনের আর ফি কত?

আমাদের ব্লগিং বিজনেস ইনকিউবেটর কোর্স ৬ মাস মেয়াদী।  

আমাদের চট্টগ্রাম ক্যাম্পাসে কোর্স ফিঃ ২০০০০/ টাকা । (দুটি ইন্সটলমেন্টে দেওয়া যাবে। প্রথম ১০,০০০ টাকা ভর্তির সময় পরবর্তী ১০,০০০ প্রথম ক্লাস শুরুর দিন থেকে ৪৫ দিন পর। ) এককালীন প্রদান করে দিলে ভর্তির সময় ৩,০০০ টাকা ছাড়! তখন কোর্স ফি ১৭,০০০/=

আমাদের ঢাকা অস্থায়ী ক্যাম্পাস অনিবার্যকারন বশত আরো কিছুদিন সময় লাগবে শুরু করতে। আমরা একেবারে স্থায়ী কিছু করতে চাচ্ছিলাম। যাই হোক যেহেতু এটা উইকেন্ড কোর্স ( শুক্র আর শনিবারের), তাই আশা করছি চাইলে যেকেউ ঢাকা থেকে এসেও এটা করতে পারবেন। চট্টগ্রামে খুব অল্প খরচে হোটেলে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে।

সপ্তাহে কয়দিন ক্লাস  হবে? 

এই কোর্স ৬ মাস মেয়াদী। প্রতি সপ্তাহে ২ দিন ৪ ঘন্টা করে ক্লাস  হবে ক্লাস রুমে । আর আরো ৩ দিন গ্রুপের মাধ্যমে একেকজনকে করার জন্য একশন প্ল্যান দেওয়া হবে। এবং সেইগুলা তদারকি করা হবে। সেই দিনগুলার কাজ করতে আপনাদের ২-৩ ঘন্টা লাগবে। এবং সেটা নিয়ে হেল্প করার জন্য নির্দিস্ট সময়ে একটা সাপোর্ট টিমের সাথে কন্সাল্ট করা যাবে গ্রুপে।

একটা ক্লিয়ার ধারনা পেতে পারি আমরা –  এই কোর্সে প্রতি সপ্তাহে ৮ ঘন্টার সরাসরি মেন্টরের সুপারভিশন পাওয়া যাবে আর ৯ ঘন্টার গ্রুপ টাস্ক করা হবে। তাই সপ্তাহে কমপক্ষে ১৭ ঘন্টার ট্রেইনিং আর প্র্যাক্টিসিং দুটিই করা হচ্ছে হাতে কলমে।
সেই হিসাবে কমপক্ষে মাসে ৬৮ ঘন্টার ট্রেইনিং আর কাজ করা হচ্ছে ব্লগে। আর ৬ মাসে ৪০৮ ঘন্টা । এমন একটা বুটক্যাম্প বেইজড ট্রেইনিং থেকে সাকসেস না আসাটা হবে দুঃখজনক । ইনশা আল্লাহ আমরা আশাবাদী আসবেই আমাদের কথা শুনলে !

পেমেন্ট পদ্ধতি কী রকম?

পেমেন্ট পদ্ধতি নিয়ে জানতে ভিজিট করুন  https://bdbraintuners.com/payment-method/

কেন আমি এত টাকা দিয়ে এই কোর্স করবো?

আপনি অনেক টাকা খরচ করে লেখা পড়ার পরেও বেকার থাকেন। তাই বলে কি লেখাপড়া করেন নাই? কিংবা তার জন্য ব্যয় করেন নি? এই কোর্স আপনাকে নিশ্চিত আয়ের সুযোগ করে দিবে। আর কোর্সটি ডিভিডি সেলের মতো এককালীন টাকা দিয়ে শেষ নয়। ৬ মাস মেয়াদী এই কোর্সে মেন্টর তার সময় দিবেন। তাই ফি সেই অর্থে সহনীয় Within reach আছে। 

ভাই আমি ভালো ইংলিশ বা বাংলা কোনটাই লিখতে পারিনা। আমার জন্য কি তাহলে ব্লগিং বিজনেস না?

আপনি খেয়াল করলে দেখতে পাবেন আমরা কখনোই বলি নাই ব্লগিং করা শিখুন। আমরা বলছি ব্লগিং বিজনেস শিখুন। তার মানে আপনি যদি লেখতে না পারেন তাহলে কি আপনার জন্য নয়? অবশ্যই এমন না! লেখতে পারাটা একটা এক্সট্রা গুন কিংবা আর্ট। এটা থাকলে এই বিজনেসে প্রতিষ্ঠিত হওয়া সফল হওয়া অনেক সহজ হয়। কিন্তু যারা লেখতে পারেন না তারা আমাদের দেখিয়ে দেওয়া পলিসি আর পদ্ধতি ব্যবহার করে থার্ড পার্টিকে দিয়ে লেখিয়ে নিয়েও এই বিজনেস করতে পারবেন। আপনার জানা দরকার কিভাবে বিজনেসটা শুরু করবেন আর perfectly execute করবেন সেটা আমরা শিখিয়ে দিব ইনশা আল্লাহ। 

আমরা তো ওয়েবসাইট তৈরি করতে জানি না, এটা কিভাবে করবো?

আমাদের কোর্সে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ব্লগ সেটাপ করতে হয় আর থিম কিনে কিভাবে সাজাতে হয় তা শেখানো হবে। কিভাবে ডোমেইন নেইম সিলেক্ট করবেন , ডোমেইন আর হোস্টিং কোথা থেকে নিবেন তাও শেখানো হবে। তবে এরপরো যারা আরো প্রফেশনালি এই কাজটা করাতে চাইবেন তারা আমাদের Business Company TechnoCrews এর সার্ভিস নিতে পারে খুবই অল্প খরচে। 

এই কোর্সের মেন্টর প্যানেল এ কি কোন নেটিভ রাইটার এবং ব্লগার থেকে টিপস পাবো? 

আমাদের এই কোর্স এ ৪ ঘন্টার একটা স্পেশাল অনলাইন কনফারেন্স থাকবে যেখানে প্রতিষ্ঠিত ব্রিটিশ লেখক এবং ব্লগারদের কাছ থেকে আপনারা লেখা এবং ব্লগিং নিয়ে কিছু টিপস পাবেন সেশন আকারে। আর প্রশ্নও করা যাবে! এটা এই কোর্সের বিশেষ আকর্ষন!

[thrive_headline_focus title=”Course Outline” orientation=”center”]

BLOGGING

  • Introduction to Blogging
  • Benefits of Blogging
  • Deciding What to Blog About
  • Setting Up Domain & Hosting
  • Setting Up a WordPress Blog
  • Configuring Settings after Installing WordPress
  • Design Your Blog (Theme, Logo, Favicon etc)
  • Installing Must Have WordPress Plugins
  • Adding Important Pages of Your Blog
  • Writing Your First Blog Post
  • Blogging Tools

SEO

  • Introduction to SEO
  • Making WordPress Blog SEO Friendly
  • Keyword Research
  • On-Page SEO
  • Off-Page SEO
  • Link Building
  • Google Webmaster Tools (Search Console)
  • Google Analytics
  • Understanding Google Penalties
  • SEO Tools

INTERNET MARKETING

  • Social Media
  • Basic Email Marketing
  • Basic Affiliate Marketing
  • Conversion Optimization
  • Paid Promotion
  • Traffic Generation
  • Online Marketing Tools