হয়ে উঠুন একজন সফল অনলাইন প্রফেশনাল এবং উপার্জন করুন প্রো-লেভেলের ফ্রিল্যান্সারদের মতো

Brain Tuners Incubator - We Make You Pro

এই কোর্স পেজটি আমাদের অফলাইন ইনকিউবেটর কোর্স যেটা আমাদের চট্টগ্রাম ক্যাম্পাসে হয় সেটার পেজ। এখানে দেওয়া তথ্য আমাদের সেই কোর্সকে কেন্দ্র করে। কোর্স ফি এবং সব ডিটেইলস আমাদের এখানে এসে ক্লাসরুমে বসে ক্লাস করার মত করে লেখা। আপনি যদি দেশের এবং বিশ্বের যেকোন প্রান্ত থেকে এই কোর্স করতে চান তাহলে আপনি আমাদের অনলাইন ইনকিউবেটর পেজটি দেখুন প্লিজ।  এখানে ক্লিক করুনঃ https://bdbraintuners.com/online-incubator-project/

যারা অনলাইন প্রফেশনকে পেশা হিসেবে নিতে চান তারা প্রথমেই যে বাঁধার সামনে পড়েন তা হলঃ

  • কোন স্কিলকে তিনি প্রফেশন হিসেবে নিবেন তা ঠিক করতে না পারা।
  • মোটামুটি কাজ জানেন কিন্তু নিজেকে আন্তর্জাতিক মানের দক্ষ করে তোলার জন্য প্রপার গাইড লাইনের অভাব।

শুধু টিউটোরিয়াল দেখে শিখা অথবা তাত্ত্বিক জ্ঞান দিয়ে হয়না। বাস্তবিক জীবনে কাজ করতে গেলে বুঝা যায় কত বড় গ্যাপ এখানে। এখানে সবচেয়ে বেশী প্রয়োজন হল বিশেষ পরিচর্যা; যেখানে আপনাকে হাতে ধরে ধরে প্রতিটি বিষয় শিখানো হবে। কিভাবে প্রপারলি কাজটি শিখবেন, অল্প সময়ে নিজেকে কিভাবে প্রফেশনালি গড়ে তুলবেন , কিভাবে মার্কেট থেকে কাজ নিবেন, কিভাবে প্রজেক্ট জমা দিবেন, পেমেন্ট নিবেন কিভাবে, ক্লায়েন্ট ধরে রাখতে আর নতুন ক্লায়েন্ট পেতে কিভাবে প্ল্যান সাজাবেন ...ইত্যাদি ইত্যাদি। আর এই কাজটা তারাই একমাত্র শিখাতে পারবেন যারা নিজেরা ফ্রিল্যান্সার এবং অনলাইন প্রফেশনাল অর্থাৎ যারা নিজেরা এই কাজগুলো করে থাকেন।

আবার অনেকে গ্র্যাজুয়েশনের পর বেকার থেকে ক্যরিয়ার নিয়ে হতাশায় ভুগেন। কি করবেন, কিভাবে করবেন, কোথায় করবেন হাজার প্রশ্ন!

এইসব কিছুর একটা সুন্দর ও ফ্র্যান্ডলি সমাধান আছে যাকে ইন্ডাস্ট্রির ভাষায় “ইনকিউবেটর” বলা হয়।একে মাথায় রেখে আমরা অফার করছি একটি বিশেষ ট্রেইনিং প্লাস আরনিং প্রোগ্রাম যা হল “Brain Tuners Incubator- We Make You Pro”

আমাদের এই কোর্সে আমরা কী কী অফার করছিঃ

আমরা আপনাকে উল্লেখিত যেকোন একটা স্কিলসেটে প্রস্তুত করবোঃ

  • ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ( ওয়েব ডিজাইন) + ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট
  • ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট + পিএইচপি ওয়েব প্রোগ্রামিং ( ফ্রেমওয়ার্ক বেইজড)
  • গ্রাফিক ডিজাইন + ওয়েব UX/UI ডিজাইন (PSD)

আমরা আপনাকে ফ্রীল্যান্স মার্কেটপ্লেসে একাউন্ট করার জন্য পুরো ট্রেইন আপ করবোঃ

  • প্রোফাইল সাজাতে সহায়তা করবো।
  • পোর্টফলিও সাইট রেডি করতে দিক নির্দেশনা দিব।
  • বিডিং সম্পর্কিত সকল রেগুলার আর বুলেট প্রুফ টেকনিক শিখাব।
  • জব পাবার পর কাজ করার জন্য গাইডলাইন দিব ।
  • ক্লায়েন্ট এর সাথে কমিউনিকেশন এর স্কিল (সফট স্কিল) ডেভেলপে সাহায্য করবো।
  • উপার্জিত অর্থ আনার জন্য যেই সাপোর্ট বা সিস্টেম প্রস্তুত করা লাগবে তা করতে সাহায্য করবো।

ছাড়া যারা স্কিল্ড হবার পর ফ্রীল্যান্স না করে প্রোডাক্ট সেল করতে চাইবে তাদের জন্যেও সিমিলার সাপোর্ট থাকবে যা নিম্মরুপঃ

  • কিভাবে একটা প্রোডাক্ট ডেভেলপ করার জন্য রিসার্চ করবেন।
  • কিভাবে রিলেটিড স্কিলসেট হায়ার করবেন অথবা রিলেটেড স্কিলসেটের মানুষের সাথে প্রজেক্ট ভিত্তিক পার্টনারশীপে গিয়ে কাজ করবেন ।
  • কিভাবে সেই প্রজেক্ট মার্কেটপ্লেস ভেদে স্ট্যান্ডার্ড পদ্ধতিতে ডেভেলপ করবেন।
  • কিভাবে একটা প্রডাক্ট ডেভেলপ হলে মার্কেটিং ম্যাটেরিয়াল তৈরি করবেন।
  • কিভাবে প্রোডাক্ট ডকুমেন্টেশন করতে হবে।
  • প্রডাক্ট সাবমিট করতে হবে কিভাবে ।
  • কিভাবে কাস্টোমার সাপোর্ট আরো ইফিশিয়েন্টলি এনশিউর করবেন।

এই কোর্সটি কারা করবেন?

যারা নিজেকে একজন দক্ষ অনলাইন প্রফেশনাল / ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে দেখতে চান।

পড়ালেখা শেষ করেছেন কিন্তু এখনও নিজের ক্যরিয়ার গোছাতে পারেননি।

পড়াশোনা শেষ পর্যায়ে , এখনি চাচ্ছেন ক্যারিয়ার সেপ আপ করতে।

প্রত্যন্ত এলাকায় থাকেন, ইচ্ছা আছে ফ্রিল্যান্সিং করবেন কিন্তু প্রপার গাইডলাইন পাচ্ছেন না।

পড়ালেখা শেষ করতে পারেননি ( ড্রপ আউট)।

সফল অনলাইন প্রফেশনাল/ ফ্রিল্যন্সার হতে হলে এই প্রশ্নগুলোর উত্তর আপনার জানা উচিৎ, আপনি কি প্রস্তুত?

১। আপনি কি কোন একটি বা একের অধিক স্কিলে ফ্রিল্যান্স করার মতো স্কিল্ড?

২। একা একা কোন একটি প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শেষ করতে পারেন?

৩। নিজের পোর্টফলিও সাজাতে পারেন আকর্ষণীয় ভাবে কারো সাহায্য ছাড়াই?

৪। আপনার নিজের কি কোন পোর্টফলিও সাইট আছে?

৫। আপনি কি কভার লেটার, সিভি তৈরি করতে পারেন?

৬। ক্লায়েন্ট ম্যনেজমেন্ট এ আপনার দক্ষতা কতটুকু?

এই কোর্সটি করতে আপনার কী কী যোগ্যতা থাকা লাগবে?

১। যে কোন একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে করা যাবে।

২। সপ্তাহে ৪ দিন প্রতিদিন ৪ ঘণ্টা সময় দিতে হবে।কাজের প্রতি সিরিয়াস এবং লেগে থাকার মানসিকতা থাকতে হবে।

৩। নূন্যতম শিক্ষাগত যোগ্যতা HSC.

৪। কম্পিউটারের বেসিক অপারেশনে ভালো দক্ষতা।

৫। কম সময়ে ব্রাউজ এবং সার্চ করার দক্ষতা।

৬। ইংরেজিতে বেসিক কমিউনিকেশন স্কিল।

আপনার ইচ্ছা শক্তি, ডিসিপ্লিন আর উদ্যমই হল মূলত এই কোর্সের প্রধান যোগ্যতা। তবে ৪,৫ এবং ৬ নম্বর এ যদি আপনার সমস্যা থাকে ভয় পাবেন না। সুলভে সেই স্কিলের উপর ১ মাস মেয়াদী আপনাকে রেডি করার স্পেশাল প্রোগ্রাম আমাদের আছে।

খুব সুন্দর আইডিয়া! কোর্স ডিটেইলস জানাবেন কি?

  • আমাদের এই ভাল করে কাজ শিখে আয় করার প্রজেক্ট (কোর্স) এর সময় পুরো একবছর।
  • যার প্রথম ৬ মাস আপনি কাজ শিখবেন। এবং পরবর্তী ৬ মাস সেই কাজ দিয়ে কিভাবে আয় করবেন তা শিখবেন।
  • প্রথম ৬ মাসে আপনাকে সপ্তাহে ৪ দিন ক্লাস এবং প্র্যাকটিস করতে হবে।প্রতিদিন ৪ ঘণ্টা সময় দিতে হবে।
  • পরবর্তী ৬ মাস আমরা রিয়েল প্রজেক্টে কাজ করবো ইনশা আল্লাহ। ক্লায়েন্টের কাজ পেতে এবং সম্পন্ন করতে সব ধরণের সাপোর্ট এই সময়ে দেয়া হবে। সপ্তাহে ৫ দিন বাধ্যতামূলক অফিস করা লাগবে (যদিও আপনি নিজের কাজই করবেন)। প্রতিদিন ৪ ঘণ্টা অফিসে কাজ করবেন ,বাকি ৪ ঘণ্টা বাসায়।
  • কেন এত ঘন্টা? কারণ খুব দ্রুত দক্ষ হতে হলে রেগুলার লম্বা সময় প্র্যাকটিস করতেই হবে।আর আমাদের এই কোর্স রেগুলার ৪/৫ টা কোর্স করার সমান। আর শেখার সময়টাও প্রজেক্ট ওরিয়েন্টেড হয় বলে অনেক দ্রুত দক্ষ হওয়া যায়।
  • মাঝে মাঝে আমরা প্রফেশনাল রিলেটেড স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করি যা আপনি ফ্রি অথবা অন্যদের থেকে অনেক কমে করার সুযোগ পাবেন।
জানেন তো?

অনলাইন প্রফেশনে সফল হবার একটাই মূলমন্ত্র- “ভালো কাজ জানা”।কেন ক্লায়েন্ট হাজার জনের মাঝে আপনাকে চুজ করবে এবং কিভাবে ক্লায়েন্ট ধরে রাখবেন সেটাও একটা আর্ট!

আজই ভর্তি হোন! 

ভর্তির শেষ সময়ঃ ১০ নভেম্বর, ২০১৭ইং

ক্লাস শুরুঃ ১৫ নভেম্বর, ২০১৭

কারন এই ডেভেলপমেন্ট প্রজেক্টে আমরা ৫০ জনকেই সুযোগ দিব। এই মুহুর্তে ১৫ টি আসনে ভর্তি হয়ে গেছে। বাকি আছে মাত্র ৫০ টি।

প্রথম ৬ মাসের লার্নিং ফেইজ ফিঃ ২০,০০০ টাকা (৩ কিস্তিতে প্রদানযোগ্য - প্রথম কিস্তি ভর্তির সময় ৭০০০/- টাকা ২য় কিস্তি ৭,০০০/- ঠিক প্রথম ক্লাস শুরুর থেকে ৪৫ দিন পর প্রদান করতে হবে  এবং সর্বশেষ কিস্তি কোর্সের প্রথম ক্লাস থেকে ৯০ দিনের মাথায় করতে হবে ৬০০০/- । এককালীন ভর্তির সময় প্রদান করলে ৫,০০০/- টাকা ছাড় পাবেন অর্থ্যাৎ ১৫,০০০ টাকা হবে তখন ফি )


পরবর্তী ৬ মাস আর্নিং ফেইজ ফিঃ ১৫০০০/- ( ২ কিস্তিতে দিতে পারবেন। প্রথম কিস্তি ১০,০০০/- টাকা । ২য় কিস্তি প্রথম কিস্তি প্রদানের দিন থেকে ৩০ দিন পর ৫,০০০/-

FAQ

নিচে কিছু কমন প্রশ্নের উত্তর পাবেন।

এই কোর্স কি অনলাইনে করা যাবে?

আমরা যারা চট্টগ্রামের বাইরে আছি তারা কি তাহলে কোন সুযোগ পাবো না?

এক বছর পর থেকেই আমি আয় করতে পারব!

ক্লাস শিডিউল কেমন হবে ?

৬ মাস ধরে কোর্স করতে হবে! ৬ মাস তো অনেক সময়, আপনারা এত সময় কেন নিচ্ছেন?

অনেকেই বলে আপনারা বেশী সময় নিয়ে কোর্স করান, ঠিক সময়ে কোর্স শেষ করতে পারেন না কেন?

আমাকে কি সবগুলো কোর্স করতে হবে?

আমি একটা জব এ আছি। আমি কিভাবে এই সুযোগটা পাবো?

আমার সব গুলাই ভালো লাগসে তাই আমি সবগুলো কোর্স করতে চাই, পারব?

আমি কাজ গুলো পারি কিন্তু আয় করার পথ খুঁজে পাচ্ছিনা। আমি কি করবো?

আপনারা শুধু তিনটি গ্রুপের মানুষদের জন্য এই ট্রেইনিং দিচ্ছেন কিন্তু যারা এর বাইরে অন্য স্কিলে ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের কি হবে?

কোর্স ফি এত বেশী! কিছু কম নিন না প্লিজ।

একটি কথা! আগে লার্নিং, এরপর আর্নিং। আর্নিং এর চিন্তা আগে করলে লার্নিং আর হবেনা !